চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের একাংশের কর্মীসভায় হামলা করেছে অপর অংশের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডস্থ নুরজাহান কমিউনিটি সেন্টারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের কর্মী সমাবেশে এই হামলার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের দাবি, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে সমর্থক।
হামলায় আহত কয়েকজন হলেন- হৃদয়, পলাশ, সাইফুল, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, রহিমউল্লাহ, রনি ও হাসান। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গিয়াস উদ্দিন জানান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা এবং ইউপি চেয়ারম্যান দিদারের নেতৃত্বে আমার শান্তিপূর্ণ সমাবেশে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় আমার বেশকয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়েছেন।
তিনি জানান, মাসুদ করিম রানা এবং শামসুল আলম দিদারের নেতৃত্বে হামলার সঙ্গে যারা জড়িত ছিলেন- ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদুল হাসান, ৯ নং সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সলিম মেম্বার, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, ইউনুস, রাসেল ও আজাদ রুবেল।