ফেনীর ছাগলনাইয়ায় সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ-শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা হলেন খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন ও বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে মাঈন উদ্দিন ও বিকাশের খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করার সময় সেপটিক ট্যাংকের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেপটিক ট্যাংক ভেঙে তাদের লাশ উদ্ধার করে।
ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: ওয়ালী উল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এক শ্রমিক সেন্টারিং খোলার জন্য নিচে নামলে সেখানে গ্যাসে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে অপরজন সেখানে নামলে তিনিও পানিতে ডুবে মারা যান।
তিনি আরো জানান, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।