চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে স্ত্রীকে হত্যা করে প্লাস্টিকের ড্রামে লাশ গুম করে রাখা মামলায় ঘাতক স্বামী আবুল হোসেন প্রকাশ লিটন (৪৫)’ কে
গ্রেপ্তার করেছে র্যাব।
ঘটনার পর দীর্ঘ ৯ বছর পালিয়ে থাকার পর গতকাল রবিবার (১ অক্টোবর) ফেনী জেলার সোনাগাজী থানাধীন রাঘবপুর এলাকায় আত্মগোপন করে থাকাবস্থায় লিটনকে গ্রেপ্তার করা হয়। লিটন ফেনী জেলার সোনাগাজী থানার রাঘবপুর এলাকার মৃত হাফেজ আহম্মদের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, হত্যা মামলার দায়েরের পর থেকে প্রায় ৯ বছর স্বামী আবুল হোসেন পলাতক ছিলেন।
আসামি আবুল হোসেন লিটন গ্রেফতার এড়ানোর জন্য ছদ্মনাম নিয়ে ফেনীর সোনাগাজী থানার রাঘবপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ অক্টোবর) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, ২০১৪ সালে চট্টগ্রামে থাকা অবস্থায় বাগেরহাটের পরিচিত মেয়ে নাসিমাকে বিয়ে করে করে গ্রেপ্তার আবুল হোসেন লিটন। কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দিলে ওই বছরের ৩১ মার্চ ঘরের মধ্যে স্ত্রী নাসিমাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে। পরবর্তী লাশ দু’দিন ঘরে পড়ে ছিল। একপর্যায়ে লাশের গন্ধ ছড়িয়ে পড়লে স্বামী লিটন ২ এপ্রিল পানি রাখার ড্রামে লাশ লুকিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। ঘটনার তিনদিন পর বাসা থেকে পঁচা গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
হত্যাকাণ্ডের ঘটনায় ওই বছরের ৪ এপ্রিল ভিকটিম নাসিমার বড় ভাই বাদী হয়ে লিটনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় হত্যা মামলা করে। পরবর্তীতে তদন্ত শেষে সিআইডি আসামি লিটনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল ঘাতক স্বামী। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল র্যাব। রবিবার ফেনীর সোনাগাজী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।