ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

“এখনও সময় আছে পদত্যাগ করুন”- মিরসরাইয়ে মির্জা ফখরুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot 3 1 “এখনও সময় আছে পদত্যাগ করুন”- মিরসরাইয়ে মির্জা ফখরুল
মিরসরাইয়ে পথসভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। তবে এখনো সময় আছে আমাদের দাবি মেনে নেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। আমরা বিএনপি ক্ষমতা চাই না আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ ভোট দিবে ভোটের মাধ্যমে চূড়ান্ত রায় দেবে।

তিনি আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ নিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে পৌছে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

370137542 6998905570160759 8243812726268665949 n “এখনও সময় আছে পদত্যাগ করুন”- মিরসরাইয়ে মির্জা ফখরুল
.

তিনি বলেন- ‘সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত পদত্যাগ করুন। সারা দেশের মানুষ আজ এক বাক্যে শপথ নিয়েছে এ সরকারকে আর ভোট দেবে না। এই সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না।’

মির্জা ফখরুল ইসলাম বলেন- আমাদের নেত্রী খুব অসুস্থ তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে তার ঋণ শোধ করবো।

Screenshot 1 1 “এখনও সময় আছে পদত্যাগ করুন”- মিরসরাইয়ে মির্জা ফখরুল
নগরীর সিটি গেট এলাকায় রোডমার্চ বহর।

তারেক রহমান তিনি আজকে মিথ্যা মামলার শিকার হয়ে দেশের বাইরে আছেন।তাকেও আমরা মুক্ত করে ফিরিয়ে আনবো ইনশআল্লাহ। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে বাঁচাতে হবে। তারুণ্যের অহঙ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য দরকার দুর্বার আন্দোলন।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা দু’টি নির্বাচন দেখেছি। এবারের নির্বাচন আগের মতো করতে দেয়া হবে না। আওয়ামী লীগ ছাড়া সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চাই না, আমরা জনগণের জন্য ভোট করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই।

পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোডমার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নেই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। ভোট চোরের জায়গা এ দেশে হবে না।’

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরো ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো: শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতারা।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কুমিল্লা থেকে শুরু হওয়া বিএনপির রোডমার্চ সন্ধ্যার দিকে বন্দর নগরী এসে পৌছেছে।

এর আগে দুপুরে সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে নোয়াখালী থেকে কুমিল্লা, ফেনী, মিরসরাই চট্টগ্রামের অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়। পরে ফেনী ও মীরসরাইয়ে দুটি পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতারা।

সর্বশেষ

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনঃ পররাষ্ট্র উপদেষ্টা

পৃথক তিনটি হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আবু রেজা নদভী

নির্বাচন কমিশনে কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সিইসি

ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল!

বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত

বিসিবির ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের চেয়ারম্যান ফাহিম

২টি নতুন কারখানা ‘লিড’ সনদ পেয়েছে

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print