হোটেলে খাবার খেতে গিয়ে কাটাকাটির জের ধরে সংঘর্ষে লিপ্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপ। ইটপাটকেল ও ধাওয়া পাল্টা ধাওয়া মারধরে উভয় গ্রুপের ৮/১০ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে পৌনে ৪টা পর্যন্ত ক্যাম্পাস ছাত্রলীগের উপগ্রুপ বিজয় এবং সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলে।
জানা গেছে, খাবারের দোকানে বিজয় গ্রুপের অনুসারী মাহির চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি হয় সিক্সটি নাইনের অনুসারী আজমিরের।
একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার পর দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সিক্সটি নাইনের অনুসারী আকিব জাবেদ বলেন, নজরুল ভাইয়ের হোটেলে খেতে গিয়ে আমাদের একজনের সাথে বেআদবি করে। এরই পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে। নিজেদের মধ্যে সমাধান করার চেষ্টা করছি৷
বিজয়ের অনুসারী সিয়াম বলেন, আমাদের এক কর্মী নজরুল ভাইয়ের দোকানে খেতে আসলে আজমির নামে তাদের এক কর্মী ডাল ফেলে দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনা সংঘর্ষে রূপ নেয়। আমরা ঘটনা সমাধানের চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, খাবার হোটেল থেকে সংঘর্ষের সূত্রপাত। প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়েছে। এখনো পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। জড়িতদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, সংঘর্ষে আহত ১০ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। সবাই পাথরে আঘাত পেয়েছে, গুরুতর আহত কেউ নেই।