আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে গোলাগুলির ঘটনা ঘটেছে। দু’গ্রুপের গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উখিয়া ১৭ নম্বর মধুরছড়া এবং জামতলি ১৫ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ ব্লক জি/৩ এর কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন, ক্যাম্প-১৭ এর আবুল বশরের ছেলে আবুল কাসেম, ক্যাম্প-১ ইস্ট ব্লক-জি/১২ এর মনি উল্লাহর ছেলে ইমাম হোসেন এবং ক্যাম্প-১৫ ব্লক জি/৬ এর মো. শফিকের ছেলে আনোয়ার সাদেক। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ৪ জন নিহতের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ ও রোহিঙ্গারা জানায়, দুদিন আগে বান্দরবানের একটি আদালতে মিয়ানমারের রাখাইন স্টেটের আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি ও তার ৪৯ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর মঙ্গলবার উখিয়ার ১৫ নম্বর জামতলী ও ১৭ নম্বর ক্যাম্পে হামলা চালায় আরসার সদস্যরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজন রোহিঙ্গা মারা যান।