রাজধানীতে একসঙ্গে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়াসেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮মিনিটে এই অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সংস্থাটির একটি ইউনিট ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে।
আগুনের এই ঘটনায় ৩টি বাসের মধ্যে ২টি সম্পূর্ণ এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
উল্লেখ্য, বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে সারাদেশে। আজ বুধবার সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়। যা শেষ হবে আগামী শুক্রবার সকাল ৬টায়।