চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই নাশকতার ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। তিনি জানান, সিএন্ডবি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ বাহার উদ্দিন বলেন, চালক খালি গাড়ি পার্কিং করে চায়ের দোকানে যায়। গাড়িতে তখন হেলপার ছিল। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে বাসে আগুন দেয়ার খবরে রাত ১২টার দিকে এলাকায় অবস্থান নিয়েছে ছাত্র লীগ যুবলীগের কর্মীরা। তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে।