রাঙামাটি জেলা প্রতিনিধি :
রাঙামাটির কোতয়ালী থানার ওসিসহ জেলার আট থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। জেলা সদরের কোতয়ালী থানা, কাউখালী, বরকল, সাজেক, চন্দ্রঘোনা, রাজস্থলী, লংগদু ও কাপ্তাই থানার মোট আটজন ওসিকে বৃহস্পতিবার (৭ডিসেম্বর) একযোগে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বদলীকৃত আদেশে উল্লেখ করা হয়, রাঙামাটি কোতয়ালী থানার বর্তমান ওসি মোহাম্মদ আরিফুল আমিনকে পাশ^বর্তী জেলা খাগড়াছড়ির গুইমারা থানায় বদলী করা হয়। কোতয়ালীতে নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির দীঘিনালা থানার বদলীকৃত ওসি মোহাম্মদ আলী।
কাউখালী থানার বর্তমান ওসি পারভেজ আলীকে বান্দরবানের রোয়াংছড়ি থানায় বদলী করা হয়েছে। কাউখালী থানায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বদলী করা হয়েছে বান্দরবানের থানচি থানায়। কাপ্তাইয়ে নতুন ওসি হিসেবে যোগ দেবেন রোয়াংছড়ি থানা থেকে বদলী হয়ে আসা মোঃ আবুল কালাম।
রাজস্থলী থানার ওসি মোঃ জাকির হোসাইনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় বদলী করা হয়েছে। রাজস্থলীতে নতুন ওসি দায়িত্বে আসছেন বান্দরবানের থানচির ওসি ইকবাল হোসেন।
চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শফিউল আজমকে খাগড়াছড়ির পানছড়ি থানায় বদলী করা হয়েছে। চন্দ্রঘোনায় নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির মানিকছড়ির ওসি আনচারুল ইসলাম।
লংগদু থানার ওসি মোঃ ইকবাল উদ্দিনকে বদলী করা হয়েছে মানিকছড়ি থানায়। লংগদুতে নতুন ওসির দায়িত্বে আসছেন পানছড়ির ওসি মোঃ হারুনুর রশিদ।
বরকল থানার ওসি নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে খাগড়াছড়ির মহালছড়ি থানায়। বরকলে নতুর ওসি হিসেবে যোগ দিচ্ছেন লক্ষীছড়ি থানার বদলীকৃত ওসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া।
সাজেক থানার ওসি মোহাম্মদ নুরুল হককে বদলি করা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা থানায়। সাজেকে নতুন ওসি হিসেবে যোগ দেবেন খাগড়াছড়ির মহালছড়ি থানার ওসি আবুল হাসান খান।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাঙামাটির আট থানাসহ দেশের সর্বমোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করেছে পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ৩৩৮ ওসিকে বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে, এদিন সকালে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।