আলোচিত প্রবাসী আওয়ামী লীগ নেতা, হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হককে আটক করা হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির গুলশান বিভাগের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির আরেকটি সূত্র জানায়, ডিবি প্রধান হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করবেন।
এর আগে গত ১৬ নভেম্বর রাজধানীর গুলশানে আদম তমিজী হকের বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাকে আটক করতে ব্যর্থ হয়ে ফিরে যায়। অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা কর্মকর্তারা জানান, তমিজি হক তাকে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দেন।