চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফজলুল কাদের মাস্টার (৭০) নামের এক গরু ব্যবসায়ীকে চুরি মেরে ১৫ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আজ রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথায এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান-স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন।
ছিনতাইয়ের শিকার মাস্টার ফজলুল কাদের আনোয়ারার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে।
তিনি বলেন, সকালে আমি সরকার হাট থেকে আনোয়ারায় ব্যাংকে টাকা জমা উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠি। সেই সিএনজিতে পূর্ব থেকে দুজন লোক ছিল। কিছুদূর আসার পর রাস্তার মাথার গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় আসার পর গাড়িতে থাকা ব্যক্তিরা আমাকে চুরি মেরে রক্তাক্ত করে ১৫ লক্ষ টাকা ও বিভিন্ন ব্যাংকের চেক বই ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়। এ সময় ধাক্কাধাক্কিতে আমি তাদের হাত থেকে ছুরিটি কেড়ে নিয়। তিনি আরও জানান, তৈলারদ্বীপে তার গরুর ফার্ম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। টাকাগুলো সিরাজগঞ্জে পাঠানোর জন্য তিনি ব্যাংকে যাচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, ঘটনার খবর পেয়েই আমরা ছিরনতাইকারীদের আটক এবং টাকা উদ্ধারে অভিযান শুরু করেছি। ইনশআল্লাহ আমরা আসামীদের আটক এবং লুণ্ঠিত টাকা উদ্ধার করতে পারবো। তিনি বলেন, ভিকটিমের পক্ষে এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। মুখিক অভিযোগের ভিক্তিতে আমাদের অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।