বঙ্গোপসাগরে আনোয়ারার জেলেদের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের বিশাল একটি হাঙ্গর মাছ।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরার উঠান মাঝির ঘাট এলাকার কাইয়ুম মাঝির জালে মাছটি ধরা পড়ে। মাছটির সাইজে সাত ফুট লম্বা বলে জেলেরা জানায়।
জেলেরা জানান, শনিবার দুপুরে ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান কাইয়ুম মাঝি। রাতে বিশাল আকৃতির হাঙ্গরটি জালে আটকা পড়ে।
গভীর রাতে সেটি উঠান মাঝির ঘাটে নিয়ে আসা হয়। ওজন ১৫০ কেজি। হাঙ্গরটি এই মৌসুমের সবচেয়ে বড় মাছ। মাছটি দেখার জন্য স্থানীয়রা ভীড় জমায়।
জেলেরা জানায় ধরা পড়া হাঙ্গর মাছটি এই মৌসুমের সবচেয়ে বড় মাছ।
আনোয়ারা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক বলেন, হাঙ্গর মাছ ধরা এবং বিক্রি করা বাংলাদেশের জীববৈচিত্র্য আইনে নিষিদ্ধ। তারপরও মানুষ এটা শিকার করছে।
চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, ১২ বছর আগেও বাংলাদেশে যে সংখ্যায় হাঙ্গর ছিল, এখন তা অনেক কমে এসেছে। বছর তিনেক ধরে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে হাঙ্গর শিকারের প্রবণতা বেড়েছে। এ কারণে বাংলাদেশে বড় আকারের হাঙ্গর প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে।