ভারত থেকে ৯০ মেট্রিক টন টিসিবির জন্য কেনা পেঁয়াজের ট্রাক বেনাপোলে প্রবেশ করেছে। আজ রবিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরে দিয়ে ট্রাকগুলো প্রবেশ করে।
বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ভারতীয় ভারতীয় ট্রাকচালক মুস্তাকিন মন্ডল অভিযোগ করে বলেন, গত পাঁচ দিন ধরে বেনাপোল বন্দরে এসে বসে আছি। কাগজপত্রের জটিলতার কারণে আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।