ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। দীর্ঘ বিরতির পর ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছেন তিনি। আবারও ফিরছেন মঞ্চে।
১৫ ডিসেম্বর জর্জ বার্নাড-শ এবং প্যাট্রিক ক্যাম্পবেল এর পত্রালাম ‘ডিয়ার লায়ার’ নিয়ে ঢাকার মঞ্চে দেখা যাবে তাকে।
তার সঙ্গে আরও অভিনয় করবেন মঞ্চসারথি আতাউর রহমান ও সংগীতা চৌধুরী। নাট্যম রেপার্টরীর ৬ষ্ঠ প্রযোজনা এটি। জেরমে কিলটি’র নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আব্দুস সেলিম আর নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।
ছোটপর্দায় অপি করিমকে গেল সাত-আট বছরেও খুঁজে পাওয়া যায়নি। আর বড় পর্দা তথা সিনেমায় শেষ অভিনয় করেছিলেন ২০০৪ সালে। অর্থাৎ ১৯ বছর আগে। এরপর এ বছরের ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একযোগে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মায়ার জঞ্জাল’।