রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নিহত মাসুমের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথম দিন থেকে তিনি আইসিইউতে ছিলেন।
এর আগে, এ ঘটনায় দগ্ধ মো. সালাউদ্দিন (৩৮) আমির হোসেন সুমন (৩২) ও প্রকৌশলী আবুল খায়ের গাজী নামে ৩ জন মারা যান।
উল্লেখ্য, বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৩ মিনিটে মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।