ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অবরোধের আগের রাতে ৫ বাসে আগুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Screenshot 1 3 অবরোধের আগের রাতে ৫ বাসে আগুন
.

রাত পোহালেই শুরু হবে বিএনপির ১১তম দফায় ৩৬ ঘণ্টার অবরোধ। মঙ্গলবার সকাল ৬টায় শুরু হয়ে শেষ হবে বুধবার সন্ধ্যা ছয়টায়। তবে অবরোধের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। রাত সাড়ে ৮টা থেকে পৌঁনে ১০টার মধ্যে মোহাম্মদপুর ও টিকাটুলিতে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এছাড়া ফেনীতে আগুন দেয়া হয়েছে একটি বাসে।

ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর মোহাম্মদপুরে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত পৌনে ১০টার দিকে টিকাটুলী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের বহনকারী বাসে আগুন দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদিকে, রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। সোমবার বিকেলে বাসটিতে আগুন দেয়া হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, বাসটি শ্রম ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীদের আনা–নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

ঢাকা মহানগর পুলিশের খুদে বার্তায় জানানো হয়, মোহাম্মদপুরে বাসে আগুন দেওয়ার সময় শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

এছাড়া, সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সব কটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। সোমবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চন্দ্রা থেকে ইতিহাস পরিবহনের বাসটি সন্ধ্যা সাতটার দিকে কবিরপুর এলাকায় পৌঁছালে পেছনের দিকে আগুন দেখতে পান যাত্রীরা। এ সময় বাসে ৮-১০ জন যাত্রী ছিলেন। চালক বাসটি দ্রুত থামালে যাত্রীরা নেমে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রীণ টাউন সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালাউদ্দিন মোড় এলাকার মুক্তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গ্রীণ টাউন সার্ভিসের একটি বাসে হঠাৎ কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে গাড়ির বেশিরভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print