নারায়ণগঞ্জের রুপগঞ্জে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের ভূইয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন।
তিনি জানান, সকালে পূর্বাচল ভূইয়া ব্রিজ এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
তিনি আরও জানান, এ ঘটনায় মোট পাঁচ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানতে পেরেছি। তবে হতাহত কারও নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে গুরুতর আহতাবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে এক জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও গুরুতর।