শ্যালিকার বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আকস্মিক বজ্রপাতে শিশুসহ একই পরিবারের তিনজন মারা গেছেন।
মুছাপুর ইউপির চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
নিহতরা হলেন কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের সাইদুল হক (৩৫) তার স্ত্রী লাইজু বেগম (২৫) ও তাদের দুই বছরের শিশুপুত্র হিমেল (২)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি জানান, শ্বশুরবাড়িতে শ্যালিকার বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলে মারা যান।
ওসি জানান, লাশগুলো কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাইদুলের শ্বশুর আবুল কাশেমের বাড়িতে রাখা হয়েছে।