Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস পালিত হচ্ছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1702702618.6 বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস পালিত হচ্ছে
.

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপযাপন হচ্ছে চট্টগ্রামে। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখ চত্বরে ৩১ বার তোপধ্বনি দেয়ার মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সুচনা হয়।

এর পর নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।। সকল সরকারি সংস্থা, বেসরকারি ও আধাসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

এ উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচি চলছে। আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল বিজয় র‌্যালি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, বিজয় র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করছে।

এদিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

1702696519.2 বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস পালিত হচ্ছেকুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিশু কিশোর সংগঠন কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন।

এদিকে বিজয় দিবসে দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার সকালে প্রথম প্রহরে নগরীর নিউমার্কেটস্থ মিউনিসিপ্যাল স্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে সশস্ত্র অভিবাদন প্রদান করা হয়। শুরুতে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশন মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা।

পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শফিউল্লাহ একে একে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের বাঁধভাঙ্গা জোয়ার সৃষ্টি হয়। ফুল দিতে আসা মানুষের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, শহীদ মিনারে।

এসময় একে একে শহীদ মিনারে ফুল দিতে আসে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
দুপুরে নগর বিএনপির উদ্যোগে নগরীর এনায়েত বাজারের মোড় থেকে বর্ন্যাঢ র‌্যালীর অনুষ্ঠিত হয়। পরে র‌্যালিটি শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

মীরসরাইয়ে ঝরণায় ডুবে দুই পর্যটকের মৃত্যু

৫ বছর পর আজ জুমার খুতবা দেবেন খামেনি

‘আমৃত্যু লড়াই করবো বাবার জন্য’, গ্রেপ্তারের পর মন্ত্রীর মেয়ের আবেগঘন স্ট্যাটাস

শেরপুরে ভেঙেছে দুই নদীর পাড়, পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

সংক্ষিপ্ত সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রাষ্ট্র সংস্কারঃ ৫ কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চান রাষ্ট্রপতি

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print