বিএরপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।
সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সারাদেশে এই হরতালের ডাক দেয় বিএনপি।
মহানগর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে নগরীর গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড় ও প্রবর্তক মোড় এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম।