চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থীর বিরুদ্ধে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শেয়ার পাড়া এলাকায় গণসংযোগকালে এ ঘটনা ঘটে। এ সময় ৬টি গাড়ি ভাঙচুর ও গাড়ির চাকা কেটে দেয়ার অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী গনসংযোগ শেষে একজন নেতার বাসায় গেলে৷ এসময় সময় বাইরে অপেক্ষামান তার গাড়ী বহরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলামের সমর্থিত কাশেম চেয়ারম্যনের নেত্বত্বে এই হামলা চালানো হয়। এসময় স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত গাড়ি সহ ৬টি গাড়ী ভাংচুর করে। এসময় গাড়ীর চাকা কুপিয়ে কেটে ফেলা হয়েছে। হামলায় সামশুল হকের ঈগল প্রতীকের প্রায় ২০-২৫ জন কর্মী সমর্থক আহত হয়। এর আগে বুধপুরা বাজারে ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় বলে জানা যায়।
হামলার ঘটনায় আহতদের কয়েকজন হলেন, গিয়াস উদ্দিন (৩০), সাদ্দাম হোসেন (৩০), নুরুল ইসলাম (৩২), তৌহিদুল ইসলাম ফারুকীর (৩৪) ও গাড়ীর ড্রাইভার জাবেদ (৩২)।
স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হকের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন অভিযোগ করে বলেন. কাশিয়াইশে গণসংযোগকালে আমাদের গাড়ি বহরে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে ৫০/৬০ জন সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঈগল প্রতীকের প্রার্থীর ওপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না।’ আমরা আজ সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলাম।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে ওসি জানান।