লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়ে গলায় ওডনা পেঁচানো অবস্থায় অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর ) বিকেলে উপজেলার আধুনগর রশিদার ঘোনা কূলপাগলী পাহাড়ি এলাকা এলাকায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঝিরিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশের একটি টিম সেখানে পৌঁছে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে। তবে গলে যাওয়ায় শরীরের কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।
প্রতক্ষ্যদর্শীরা জানান, লাশের পরনে ছিল কালো বোরকা, পাশে এক জোড়া স্যান্ডেল পড়ে ছিল। তবে কিভাবে লাশ এখানে এসেছে কেউ কিছু বলতে পারতেছে না। লাশটি দেখে মনে হচ্ছে এটি অন্য এলাকার।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়রা মৃতদেহটি দেখে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখি মৃতদেহটির গলায় ওড়না পেঁচানো অবস্থায় রয়েছে। ধরাণা করা হচ্ছে। ওই নারীকে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এছাড়াও ওই নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান ওসি।