নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর রুটে চলাচলকারী ‘উত্তরা এক্সপ্রেস’ এবং পাবনার ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রেল পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট আব্দুল আউয়াল এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য ট্রেনটি চলাচল বন্ধ ষোষণা করেন।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়াতে পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটের উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল ২২ ডিসেম্বর থেকে সাময়িক বন্ধ থাকবে।
অসীম কুমার তালুকদার বলেন, উত্তরা এক্সপ্রেস অনেক রাতে যাত্রা করে, আর অনেকটাই ফাঁকা থাকে। সেই সময় নাশকাতার আশঙ্কা থাকে। তাই ট্রেনটির নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, এই ট্রেনগুলো থেকে তেমন কোন আয় আসে না, লোকসান গুনতে হয়। আরো কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে।