চট্টগ্রাম জেলা পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী ও পটিয়া উপজেলার পৌর যুবলীগ নেতা ডিএম জমির উদ্দীনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ( ২২ ডিসেম্বর) ভোর রাতে পটিয়ার নিজ বাসা থেকে তিনি গ্রেপ্তার হন।
ডিএম জমির উদ্দীন পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত এনামুল হকের ছেলে।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান। তিনি বলেন, জমিরের বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। ওয়ারেন্টমূলে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা অফিসে নেয়া হয়েছে।
পুলিশ সুত্র জানায়, জমির উদ্দীনকে আটক করায় সকালে পটিয়া উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করতে চেষ্টা করেন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে স্বাভাবিক পরিস্থিতি তৈরি করেন।
জানা যায়, ২০১৯ সালেও পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরী ও তাঁর পুত্র নাজমুল করিম শারুনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হন যুবলীগ নেতা জমির উদ্দিন (৪৭)।
এদিকে পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নৌকা প্রার্থীর সমর্থক ডিএম জমির উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয়।