জেলার মীরসরাইয়ে বালুবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো: হাসান আল বান্না (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আল বান্না কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াখালী এলাকার তরোব আলী সারেং বাড়ির নিজাম উদ্দিন খানের ছেলে। তিনি মীরসরাই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত চট্টগ্রাম হাজী মো. মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহাদ হোসেন ভূঁইয়া অমি (২০) গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।