ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে প্রগতিশীল পেশাজীবী পরিষদের সাথে নওফেলের মতবিমিয়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

403639998 196734033516700 8753009488686996477 n চট্টগ্রামে প্রগতিশীল পেশাজীবী পরিষদের সাথে নওফেলের মতবিমিয়শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেেছন, দ্বাদশ নির্বাচন বানচালের মাধ্যমে দেশকে অচলাবস্থা সৃষ্টি এবং আওয়ামী লীগ সরকারের উনয়ন কর্মকাণ্ডকে থামিয়ে দিতে দেশে অশুভ শক্তির অপতৎপরতা চলছে। বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা ও দেশের সম্পদ বিনষ্টের মাধ্যমে বিএনপি জামাতের যে অপশক্তি তৎপর হয়ে উঠেছে তাদের সে অপতৎপরতা সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জনসচেতনাতার মাধ্যমে রুখে দিতে হবে। এ জন্য সকল পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায়, পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন।

তিনি শনিবার রাতে নব প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী ঘরনার প্রগতিশীল পেশাজীবীদের সংগঠন প্রগতিশীল পেশাজীবী পরিষদের সাথে এক মত বিনিময়কালে এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন- বিএনপি-জাময়াত জোট বেঁধেছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালীকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতীস্বত্বার সুরক্ষা হবে এবং ৭১’র পরাজিত অপশক্তির চির সমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির উজ্জ্বল উদ্ধারে শরিক হোন।

403641140 1073423917110555 1674588236740753498 n rotated চট্টগ্রামে প্রগতিশীল পেশাজীবী পরিষদের সাথে নওফেলের মতবিমিয়তিনি আরো বলেন, কোন একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায়, পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন। সভা সেমিনারও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নতুন শিক্ষা কার্যক্রম সম্পর্কে জনগনের মধ্যে ধারণা এবং অপপ্রচারের জবাব দিতে পেশাজীবীদের প্রতি অনুরোধ জানান।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রগতিশীল পেশাজীবী পরিষদের মহাসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মো. সেকান্দর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিয় সভায় অতিথি ছিলেন- চবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক (ক্যাপ এডমিন) প্র্রফেসর আব্দুল হক, সাবেক সিন্ডিকেট মেম্বার খসরুল আলম কুদ্দুসি, সাবেক সাধারণ সম্পাদক, ড. সুকান্ত ভট্টাচার্য, চবি চারুকলা শিল্পী অধ্যাপক জসিম উদ্দিন, নাট্য সংগঠক ও নির্দেশক প্রফেসর ড. কুন্তল বড়ুয়া।

মত বিনিময় সভায় সাংস্কৃতিক কর্মী এডভোকেট মিলি চৌধুরী, বাচিক শিল্পী অঞ্চল চৌধুরী, প্রমা অবন্তি, নাট্য নির্দেশক শুভ্রা বিশ্বাস, আইএবি চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর সেন, অধ্যাপক মাসুম চৌধুরী, এডভোকেট নোমান চৌধুরী, এডভোকেট রুবেল দে সহ শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা বক্তব্য রাখেন।

সর্বশেষ

বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠানোর ছবক দেয়া ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ -সমন্বয় রাসেল

বাকলিয়া কলেজকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

চলে গেলেন শ্যুটারে স্বর্ণপদক বিজয় সাদিয়া

সমুদ্রের নিচে ৪০ হাজার কিলোমিটারজুড়ে বসবে মেটার ক্যাবল

দায়িত্ব যদি পাই আমরা মালিক নয় সেবক হয়ে থাকবোঃ জামায়াতের আমির

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বাংলাদেশ বিরোধী প্রচারণার বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print