সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নুরুল মোস্তফা বজল (৫৮) সীতাকুণ্ডের ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর সুবেদার বাড়ীর সুবেদার মুজিবুল হকের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি এবং উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ইসমাঈলের বড় ভাই।
আজ রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ এলাকায় জায়গা জমিনের বিরোধের জের ধরে বজলকে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, লালানগর গ্রামের বাসিন্দা চিহ্নিত ডাকাত বহু মামলার আসামি তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে বজলকে হত্যা করে। পরে বজলকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
হত্যাকারী তৌহিদ একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি মামলা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।
তবে স্থানীয় বিএনপির পক্ষ থেকে বজলকে রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।