নগরীতে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনার জন্য দায়ী করা হচ্ছে নৌকা প্রার্থীর সমর্থকদের।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টায় দিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলর জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্প কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নগরীরে ৩৯ নম্বর ওয়ার্ডের আবদুল মাবুদ সওদাগরের বাড়ির পাশে তৈরি করা হয় নির্বাচনী ক্যাম্পটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎ তারা দেখতে পান জিয়াউল হক সুমনের নির্বাচনী ক্যাম্পে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে ক্যাম্পের দক্ষিণ ও পূর্বপাশ পুড়ে গেছে। এ সময় পুড়েছে নির্বাচনী ক্যাম্পের ত্রিপল, পোস্টার ও ব্যানারও। তবে ঘটনাস্থলের আশেপাশে কেউ না থাকায় কে বা কারা এ আগুন লাগিয়েছে তা কেউই জানেন না।
স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘আমি এই এলাকার দুইবারের কাউন্সিলর। আমি সংঘাত-সহিংসতায় বিশ্বাস করি না, এর পক্ষেও নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও এলাকার আপামর মানুষের ভালোবাসাকে পুঁজি করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। যেখানেই যাচ্ছি নেতাকর্মীদের একটাই কথা বলি মার দিলে মার খেতে, মারামারি-অগ্নিসন্ত্রাস থেকে দূরে থাকতে।’
তিনি বলেন, ‘আমি আজকের এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আশা করছি।’
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, ‘আগুনে নির্বাচনী ক্যাম্পের দুই পাশের বেড়া পুড়ে গেছে। কেটলি প্রতীকের প্রার্থীর সমর্থকদের অভিযোগ নৌকার প্রার্থীর লোকজন আগুন দিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’