চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মারক আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ মিডিয়া সেন্টার। এই স্বরণসভায় এক মঞ্চে বসবেন চট্টগ্রামের ৫ মেয়র।
আগামী শুক্রবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বিকেল ৩টায় এই স্মারক আলোচনা অনুষ্ঠিত হবে।
আয়োজক সংগঠন চট্টগ্রামের নাগরিক ও পেশাজীবী সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, সভায় মহিউদ্দিন চৌধুরী জীবন ও জনমুখী রাজনীতি নিয়ে আলোচনা করবেন চসিকের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চতুর্থ মেয়র এম মনজুর আলম, পঞ্চম মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং ষষ্ঠ মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সভাপতিত্ব করবেন চট্টগ্রামের নাগরিক ও পেশাজীবী সংগঠক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী।