চট্রগ্রাম-কক্সবাজার মহাসেড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭ জন যাত্রী।
আজ বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাত টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কলাপাড়া নামক স্থানে কক্সবাজার মুখী বাস “জাকির ট্রাভেলস ও চট্টগ্রাম মুখী মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। এবং গুরুতর আহত হয়েছে অন্তত ৭ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, উত্তর হারবাং এলাকার মোস্তাক আহমদের পুত্র রিদোয়ান, পুর্ব বৃন্দাবনখিল সামাজিক পাড়া এলাকার মৃত রশিদ আহমদ এর পুত্র আবু বক্কর, বক্তাতলী, উত্তর হারবাং এলাকার মোজাফফর এর পুত্র মহিউদ্দিন এবং একই এলাকার বাদশা মিয়ার পুত্র জয়নাল।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা কবলিত মিনি ট্রাক (ম্যাজিক পিকআপ) ও বাস উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি শেখ মোহাম্মদ আলী।