বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রখ্যাত আইনজীবী মরহুম এডভোকেট মোঃ কবির চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী চট্টগ্রামের আনোয়ারায় কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রাম এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ শনিবার দুপুরে এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রামের সভাপতি এডভোকেট মোঃ ফৌজুল আমিন চৌধুরী ও এডভোকেট মোঃ কবির চৌধুরী স্মৃতি সংসদ, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজ, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শফিউল হক চৌধুরী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফি বিনতে মোতালেব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম, এর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল ও কবর জেয়ারত অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মোঃ কফিল উদ্দিন চৌধুরী, সাবেক স্পেশাল পি.পি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মফিজুল হক ভূইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট রফিক আহমেদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট মোঃ নুর উদ্দীন আরিফ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, চট্টগ্রাম এর সভাপতি এডভোকেট সু স্বপন কুমার নাথ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জহির উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর এডভোকেট রেহানা বেগম রানু, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক এ.জি.এস এডভোকেট মোঃ মঈন উদ্দীন, সাবেক এ.জি.এস এডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সাবেক এ.জি.এস এডভোকেট এরশাদুর রহমান রিটু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক নির্বাহী সদস্য ব্যারিস্টার মোঃ ওসমান, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবু তাহের, এডভোকেট মোঃ ইব্রাহীম, এডভোকেট কে.আর.এম খাইরুদ্দীন মাহমুদ হিরু, এডভোকেট মোঃ শাহীন, এডভোকেট মোঃ আলমগীর, এডভোকেট মোঃ আনোয়ার, এডভোকেট মোঃ লোকমান শাহ, এডভোকেট নার্গিস, এডভোকেট রিমু, এডভোকেট মেনন, এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট শওকত ওসমান, এডভোকেট মোঃ উজ্জল, এডভোকেট তৌহিদ হোসাইন শিকদার, এডভোকেট মোছাম্মৎ মিশু, এডভোকেট জাহিদ হোসেন, এডভোকেট রায়হান ওয়াজেদ, এডভোকেট মাহমুদুল হক, এডভোকেট মেজবাহ সহ চট্টগ্রাম বারের বিপুল সংখ্যক আইনজীবী।
এছাড়া উক্ত দোয়া মাহফিল ও কবর জেয়ারত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম এর আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, রাজনীতিবিদ সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম কর আইনজীবি সমিতির সভাপতি প্রার্থী কর আইনজীবী মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক পদপ্রার্থী কর আইনজীবি মোঃ ইরান, সহ-সভাপতি পদপ্রার্থী এডভোকেট এহতেসাম আলম পাপ্পু ও যুগ্ম সম্পাদক প্রার্থী খালিদ বিন সরোয়ার জনি সহ বিপুল সংখ্যক কর আইনজীবী উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।