চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশের ওপর হামলাকারী রবিউল আলম সমির (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
তিনি উপজেলার মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে মগধারার নিজ বাড়ী থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রবিউল আলম সমির।
গতকাল রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রবিউল আলমকে আটক করে ডিবি পুলিশ। পরে তার কাছ থেকে একটি দেশিয় তৈরি শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, আসামির বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।
জানা গেছে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রচার চলাকালে ২৪ ডিসেম্বর পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ অভিযোগে নৌকা ও ঈগল প্রতীকের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
সন্দ্বীপ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জয়নুল বাদী হয়ে এই মামলা করেন।