বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
জ্ঞাত-আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আবদুল মালেক। মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রী সাহেদা বেগম নুরীর বিরুদ্ধে জ্ঞাত-আয়বর্হিভূত প্রায় কোটি টাকার সম্পদের বৈধ কোনো উৎস না পাওয়া এ মামলা করা হয়।
দুদক সূত্রে জানা যায়, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অসাধু কার্যকলাপের মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। অনুসন্ধান শেষে প্রতিবেদন কমিশনের সিদ্ধান্তের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়। এরপর মামলার অনুমতি মেলে।
বিস্তারিত আসছে….