চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছ বোঝাই জিপের ধাক্কায় আবদুল কুদ্দুস (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কুদ্দুস (৪০) ওই এলাকার চুন্নুর টেক গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আবদুল কুদ্দুস ভ্যানের ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে দুটি ইটবোঝাই চাঁদের গাড়ি (জিপ) দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানে সজোরে ধাক্কা মারে।
এতে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি এবং চালক কুদ্দুস চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, একটি চান্দের গাড়ির ধাক্কায় আবদুল কুদ্দুস নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাটি আমরা জানার আগেই ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়ে গেছে।