প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা দিয়ে ফরিদপুরের মানুষকে কেনা যায় না। এ মাটি বঙ্গবন্ধুর মাটি। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়েছেন বলেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সরকার মানুষের সেবা করতে পারছে। নৌকা মার্কা ক্ষমতায় এলেই জনগণের উপকার হয়। অন্যরা ক্ষমতায় এলে লুটপাট করে খায়। তারা দেশের কথা চিন্তা করে না।
প্রধানমন্ত্রীর সঙ্গে জনসভার মঞ্চে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছে সার্কিট হাউসে যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৩টা ১৩ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় যোগ দেন।
জনসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের প্রার্থী শামীম হক।