ফ্রান্সের এক দল জেলে উপকূলের কাছাকাছি একটি কন্টেইনার ভাসতে দেখেন। তারা সেটি উদ্ধারও করেন। এক পর্যায়ে কন্টেইনারটি মেশিন দিয়ে কেটে দেখেন- ভেতরে আইফোনে ভর্তি বাক্স। ইহা যেন তাদের কাছে অবিশ্বাস্য এক স্বপ্নের মতো।
যদিও এই জেলেরা সোনা খুঁজে পায়নি। তারা পেয়েছে শত শত আইফোন। তারা স্পষ্টত ভেবেছিল, সেরা জিনিসটি খুঁজে পেয়েছে। ধারণা করা হয়েছিল, একটি পণ্যবাহী জাহাজ থেকে কন্টেইনারটি পড়েছিল।
ভিডিওতে দেখা যাচ্ছে, তারা রশি ব্যবহার করে জাহাজের দিকে কন্টেইনারটি টেনে আনছে। কয়েকজন ধরে রেখেছে। তাদের মধ্যে একজন কন্টেইনারের শিট ছিদ্র করে। দেখে ভেতরে বাক্সে ভরা। খুলে দেখে জাহাজের ক্রু হাজার হাজার নতুন আইফোন। খোলার পর কিছু আইফোন সমুদ্রের পানিতে পড়ে গিয়েছিল।
ক্রু সদস্যরা হতবাক। এবং খুবই আনন্দিত তারা।
ভিডিওটি, ২০২১ সালে ভাইরাল হয়েছিল। তারপর আর কিছুই জানা যায়নি।