চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে হাটহাজারী লিংকন দেবনাথ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের পশ্চিম ছড়ারকুল বালুর ঢাল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিংকন দেবনাথ চৌধুরীহাটে একটি ফার্মেসিতে চাকরি করেন। ডিউটি শেষে বাড়িতে যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়ে মারা যান।
আজ শুক্রবার দুপুরে তার মরদেহের ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ীতে দাহ করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার কর্মকর্তা গোফরান বলেন, রাতের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া লিংকন দেবনাথের বাড়ি চৌধুরীহাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দূর্গাবাড়িতে। খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্দশ করেছি। এটা যেহেতু রেলওয়ের বিষয় এবং রেলওয়ে পুলিশও ঘটনাস্থলে এসেছে। কিভাবে লিংকন মারা গেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’