সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে পুকুরে ডুবে এক মিনি ট্রাক (পিকআপভ্যান) চালকের সহকারীর মৃত্যু হয়েছে। নিহত মোঃ বিজয় হাটহাজারী উপজেলার কাজি বাড়ির মোহাম্মদ মোঃ কামাল উদ্দিনের ছেলে।
আজ শুক্রবার (০২ ফেব্রুয়ারী) বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ডায়াবেটিকস হাসপাতাল ও প্রেসক্লাবের সামনের পুকুরে এই ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বেলা সাড়ে ৩টার দিকে একটি মিনি ট্রাক (চট্টমেট্রো-ন ১২০২২৬) রাস্তার পাশে থামিয়ে পাশের পুকুর থেকে বালতি দিয়ে পানি নিতে যায় চালকের সহকারী বিজয়। এসময় হঠাৎ পা পিছলে সে পুকুরে পড়ে যায়। এসময় আশে পাশের মত শত মানুষ তার ডুবে যাওয়া প্রতক্ষ্য করলেও কেউ তাকে বাঁচাতে পুকুরে নামেনি। দীঘিটি গভীর হওয়ায় মুহুর্তে পানির নীচে তলিয়ে যায় বিজয়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় একঘন্টা চেষ্টার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়ের লাশ উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, থানা সদরের কাছে মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন দীঘিতে পানি তুলতে গিয়ে ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।