চট্টগ্রামের মীরসরাইয়ে দায়িত্ব পালনকালে মো. সেলিম মিয়া (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সেলিম বুকে ব্যথা অনুভব করার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়।
এএসআই সেলিম চাঁদপুরের মতলব থানার ঠাকুরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র। তার স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট বাজারে দায়িত্ব পালনকালে এএসআই সেলিম অসুস্থতাবোধ করলে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
মো. সেলিম মিয়া ২০০৮ সালের ২৭ ডিসেম্বর পুলিশে নিয়োগ পান। ২০১৬ সালের ১১ নভেম্বর এএসআই পদে পদোন্নতি পান। তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর জোরারগঞ্জ থানায় যোগদান করেন।