বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে এক চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর আঘাত হেনেছে। এতে অটোরিকশাটির সামনের গ্লাস ফেটে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুমব্রু স্টেশনের স্থানীয় বাসিন্দা জানান, তুমব্রু উত্তর পাড়া রাস্তা দিয়ে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আসছিল। এমন সময় একটি গুলি এসে পড়ে চলন্ত সিএনজির সামনের গ্লাসে। এতে সিএনজির সামনের অংশের গ্লাস ফেটে যায়।
জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার ভোরে কিছু গোলাগুলির ঘটনা ঘটলেও শুক্রবার দিনভর এপার থেকে কোনো গুলির শব্দ শোনা যায়নি। তবে শনিবার দুপুরে আবারও এই গোলাগুলির ঘটনায় এখানকার মানুষদের আতঙ্ক বেড়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, শুক্রবার ওপারে গোলাগুলির ঘটনা বন্ধ থাকায় এপারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কৃষকরা তাদের জমিতে কাজ করেছে। তবে ঝুঁকি এড়িয়ে চলাচল করার জন্য শুক্রবারও মাইকিং করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে মিয়ানমারের সরকারবিরোধী গেরিলা গ্রুপগুলোর সাথে সে দেশের সেনাবাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সশস্ত্র সংঘর্ষ চলছে। এতে উভয় পক্ষই ভারি অস্ত্র, গোলাবারুদ ও রকেট লঞ্চার ব্যবহার করছে। আতঙ্কে কেউ কেউ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসার চেষ্টা করছে। বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’-এর হাতে কয়েকজন অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনাও ঘটেছে। পরে তাদের মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে।