Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুন্সিগঞ্জে হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে সাবেক যুবলীগ নেতা হত্যা মামলায় উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার ও তার ছোট ভাই ওই উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান হালদার এবং টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদারসহ ৯ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৫ জুন) সকাল ১১টার দিকে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুন্সিগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী তাদের কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির সামনে দু’পক্ষের সংঘর্ষে সোহরাব খান (৬৫) নামের এক সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

ওই ঘটনায় গুরুতর আহত হয় নিহতের ছেলে জনি খান। নিহত সোহরাব দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় খান বাড়ির বাসিন্দা। ওই ঘটনায় গত ১৫ এপ্রিল নিহতের বড় ভাই আব্দুল মান্নান খান বাদী হয়ে আরিফুর রহমান হালদারসহ ১২ জনকে আসামি করে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি আমলি আদালতে হত্যা মামলায় দায়েরের আবেদন করেন।

ওই আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এ মামলায় মূল অভিযুক্ত আসামি হিসেবে আদালত নব-নির্বাচিত টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৯জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

সর্বশেষ

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবোঃ শান্ত

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print