মালাউই ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। উদ্ধারকারীরা বিমানটির খোঁজ পেলেও আকাশ যানটিতে থাকা কাউকে জীবিত পাননি। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, নিখোঁজ হওয়ার একদিন পর অর্থাৎ, মঙ্গলবার (১১ জুন) দেশটির উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় সামরিক বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভাষণে মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা জানান, বিমানটিতে থাকা ১০ জনের কেউই বেঁচে নেই। যার মধ্যে রয়েছে ৫১ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট চিলিমার।
সাত যাত্রী ও সামরিক বাহিনীর তিনজন ক্রু বিমানটিতে ছিল বলে জানা গেছে। সাত যাত্রীর মধ্যে মালাউইয়ে সাবেক ফার্স্ট লেডিও ছিলেন।
সোমবার সকালে মালাউইয়ের রাজধানী লিলংওয়ে ছেড়ে যায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটি। উদ্দেশে ছিল ৩৭০ কিলোমিটার দূরত্বের মুজ্জুজু বিমানবন্দর। উড্ডয়নের ৪৫ মিনিট পর দেশটির বিমান কর্তৃপক্ষের সঙ্গে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানের ধ্বংসাবেশ পাওয়ার পর প্রেসিডেন্ট চাকওয়েরা বলেন, আমি গভীরভাবে শোকাহত। দুঃখের সঙ্গে সবাইকে জানাতে চায়, বিমান দুর্ঘটনা ভয়ানক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। উদ্ধারকারী দল পাহাড়ের কাছে বিমানটিকে খুঁজে পেয়েছে। বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং কোনো আরোহী বেঁচে নেই।