পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৫ জন নিহত হয়েছে। নিহতরা সকলেই পরস্পরের বন্ধু। এদের মধ্যে চারজনের বাড়ি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে। অপরজনের বাড়ি ভারইমারি এলাকায়। একসঙ্গে চারজনের মৃত্যুতে আজমপুর গ্রামে চলছে শোকের মাতম। শুক্রবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঈশ্বরদী হাইওয়ে থানা থেকে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে আজমপুর ঈদগাহ মাঠে নিহত চারজনের প্রথম জানাযা ও ডিগ্রিপাড়া কবরস্থানে দ্বিতীয় জানাযা নামাজ শেষে একই সঙ্গে ৪ জনের দাফন করা হয়। এরা হলো শাওন হোসেন (১৮), জিহাদ হোসেন (১৭), বিজয় হোসেন (১৯), সিয়াম হোসেন (১৮)। অপরজন ঈশ্বরদী উপজেলার গ্রামের ভারইমারি গ্রামের শিশির ইসলামকে (১৮) ভাড়ইমাড়ি কবরস্থানে দফন করা হয়।
নিহতদের মধ্যে চালক বিজয় হোসেন ছাড়া বাকি চারজন ঈশ্বরদী টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র। তিনজন নবম শ্রেণিতে পড়ত। আর একজন দশম শ্রেণিতে পড়াশোনা করত।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রাইভেটকার নিয়ে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ঈশ্বরদীর দাশুড়িয়া চিনিকলের সামনে দুর্ঘটনায় মারা যান ৫ বন্ধু। এ ঘটনায় আহত ২ জনকে প্রথমে রাজশাহী ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার পর ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং বিধিমোতাবেক আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।