‘ট্যুর ডি ফ্রান্স’ রেস চলাকালীন সময়ে স্ত্রীকে চুমু দেয়ার দায়ে ফ্রেঞ্চ সাইক্লিস্ট জুলিয়ান বার্নার্ডকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল সাইক্লিং ইউনিয়ন (আইসিইউ)। আর এজন্য তাকে গুণতে হবে ২০০ সুইচ ফ্রাঙ্ক।
জরিমানা প্রদানের পর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, রেসের সময় অনুপযুক্ত আচরণ এবং খেলাধুলার ভাবমূর্তি নষ্ট করায় তাকে এই জরিমানা করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এর এক পোষ্টে ক্ষমা চেয়েছেন বার্নার্ড। পোস্টে তিনি আরও লিখেছেন এমন মুহূর্তের জন্য তিনি তিনি সবসময়ই জরিমানা দিতে ইচ্ছুক।
স্টেজ সেভেন হলো ট্যুর ডি ফ্রান্সের ২৩.৩ কিলোমিটারের একটি শর্ট কোর্স যেখানে সাইক্লিস্টকে দুইটি টাইম ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়।চূড়ায় পৌঁছানোর সময় তার বন্ধুরা তার দিকে দৌড়ে আসে। এ সময় তার স্ত্রী ও সন্তানও সেখানে উপস্থিত ছিলো। এ সময় তিনি তার স্ত্রীকে একটি চুমু দেন।
এর আগে, ইতালিয়ান সাইক্লিস্ট মার্ক ক্যাভেন্ডিশকে একই অপরাধের জন্য সমপরিমাণ জরিমানা করা হয়েছিল।