রাজধানীর মিরপুরে জুবায়ের হাসান রাফি নামের ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার পর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের মিরপুর বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।
পুলিশের দেয়া তথ্যমতে, ঢাকা কমার্স কলেজের পার্শ্ববর্তী লাল বিল্ডিং এর তৃতীয় তলায় একটি ফ্লাটের প্রবেশমুখে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ফ্লাটটিতে কমার্স কলেজের আরেক শিক্ষার্থী রাফির সহপাঠী রাজিন তার বাবা ইকবালের সাথে থাকেন। তবে ঘটনার পর থেকে রাজিন ও তার বাবা দুজনেই পলাতক।
রাফির বাবা আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করেন। রাফি ঢাকায় তার মামার বাসায় থেকে লেখাপড়া করতো। রাফির স্বজনদের দাবি রাফি ছিল ক্লাস ক্যাপ্টেন। পূর্বের কোন ঘটনার জেরে রাজিনই তাকে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।
মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।