গাজা উপত্যকার স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছে। সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, নিহত ওই সিনিয়র কর্মকর্তার নাম ইহাব আল-ঘুসেইন। ২০২০ সাল থেকে ৪৫ বছর বয়সী ঘুসেইন গাজার শ্রম উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গত তিন মাস আগে তাকে গাজার উত্তরাঞ্চলে নতুন দায়িত্ব দেয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকার একটি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। সেখানে সন্ত্রাসীরা লুকিয়ে ছিল এবং কার্যকলাপ চালাতো। সেখানেই আল-ঘুসেইনের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয় আইডিএফ।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। জবাবে উপত্যকায় বিরামহীন হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনাও। নয় মাসের এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।