মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বোরহান উদ্দিন মামুন (৩২) নামে এক যুবলীগ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত আরকে ভবন (বারইয়ারহাট মেডিকেল সেন্টার ভবন) থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামুন বারইয়ারহাট পৌরসভা যুবলীগের দায়িত্বে রয়েছেন। সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের নুর ইসলামের পুত্র। বুধবার (১ জুন) মামুনকে চট্টগ্রাম জেলা জেলহাজতে প্রেরণ করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক বিপুল দেব নাথ জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডের আরকে ভবনের ৬ তলার একটি ভাড়াকৃত বাসায় অভিযান চালিয়ে বোরহান উদ্দিন মামুন প্রকাশ লোহা মামুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।
এই ব্যাপারে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামুনের অত্যাচারে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ট। চাঁদাবাজি তার মূল পেশা বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে আসছিল সে। মামুনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, হামলা, অস্ত্রসহ থানায় একাধিক মামলা রয়েছে।