মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার ব্যবহারকারীদের ভিডিও কল আরো আকর্ষণীয় করে তুলতে এআই ফিল্টার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের সুবিধা পাবেন। তারা ভিডিও কল চলাকালীন নিজেদের মুখে এআই ফিল্টার লাগাতে পারবেন। সেই সঙ্গে নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ পাবেন। এতে ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো সুবিধা থাকবে।
এর সাহায্যে কেবল নিজের মুখই নয়, বরং ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। এই এডিটিং টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। এ ছাড়া এতে ব্লার করার অপশনও রয়েছে।