Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পালিয়ে গেছেন মেয়র রেজাউল করিমঃ চসিক কর্মকাণ্ডে স্থবিরতা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে চসিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।

আওয়ামী লীগ নেতা ও চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম গত ৯দিন ধরে নিজ কার্যালয়ে আসছেন না। এমন কি তিনি তাঁর বাড়ীতে নেই। বন্ধ রয়েছে তাঁর মোবাইল ফোনও। এমনকি মেয়র কোথায় অবস্থান করছেন কিংবা কবে নাগাদ অফিস শুরু করবেন তার তথ্যও জানা নেই চসিক কর্মকর্তাদের। তাঁরা নিয়মিত অফিস করলেও ‘কাজকর্ম’ আটকে গেছে তাঁর অনুপস্থিতিতে। তবে দৈনন্দিন কার্যক্রম চলছে বলে জানান কর্মকর্তারা।

চসিক সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পতনের দুদিন আগে অর্থাৎ ৩ আগস্ট চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এরপর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর সরকার পতনের পর থেকেই তিনি পালিয়ে যান। ‘নিরাপত্তাজনিত কারণে’ আত্মগোপনে রয়েছেন বলে জানান মেয়রের ঘনিষ্ট্যরা। তবে মেয়রের অনুপস্থিতে চসিকের দৈনন্দিন কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে না প্রকাশে অনিচ্ছুক চসিকের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘অফিস খোলার প্রথম দিন কয়েকজন ছাড়া আর কেউই আসেনি। তবে পরদিন (বুধবার) থেকে সবাই নিয়মিত অফিস শুরু করেছে। মেয়রের বাসায় হামলা হয়েছে আবার আমাদের অনেকগুলো সাইট থেকে মালামাল (রড,বালি, সিমেন্ট) লুটপাট ভাংচুরও হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মনে হয় না মেয়র আসবেন অফিসে।’

মেয়রের অনুপস্থিতিতে কী ধরনের অসুবিধা তৈরি হতে পারে এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে চসিকের প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘মেয়র স্যার না আসলে প্রকল্পের এস্টিমেট ফাইলে সাইন হবে না, টেন্ডার প্রক্রিয়া বন্ধ থাকবে, নোয়া হবে না, কোনো ধরনের প্রকিউরমেন্ট করা যাবে না। তারচেয়ে বড় জরুরি কাজের ক্ষেত্রে মেয়রের এপ্রুভাল ছাড়া কোনো কাজ হবে না।’

একই প্রসঙ্গে জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আসলে স্যারের সঙ্গে যোগাযোগ হয়নি। মোবাইলও বন্ধ আছে। কার্যালয়ে আসেননি। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে আশা করছি এ সপ্তাহের ভেতর স্যার অফিস করবেন।’

এসআইএস/

সর্বশেষ

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবোঃ শান্ত

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print