ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যাঞ্চলে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ আগস্ট) ভোরে দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে রয়েছে নয়জন শিশু এবং তিনজন নারী সদস্যও।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, কেন্দ্রীয় গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ৯০ হাজারের বেশি।